‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না’

মানব কথা: ‘যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না। যেকোনো ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুপুরে ট্যুরিস্ট পুলিশের সদর দফতর পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যেখানে যাই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো যায় না। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না। যেকোনো ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’
এ সময় পুলিশের ওপরও আক্রমণ হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘জনগণ এতো উচ্ছৃঙ্খল হলে অনেক সময় সমস্যা হয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর আছে। যে জায়গায় অপরাধ হচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’
এছাড়া ঈদের সময় চাঁদাবাজি, ছিনতাই যেন না হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।
সূত্র : বিবিসি