নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

সময়: 11:08 am - March 10, 2025 |

মানব কথা: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী অপূর্ব (২৫) নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাতে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ধর্ষণবিরোধী মিছিল শেষে ফেরার পথে হামলার শিকার হন।

অপূর্ব ফতুলার মাসদাইল এলাকার খোকন মিয়ার ছেলে। এদিকে অভিযুক্ত সন্দেহে সম্রাট (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তিনি শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, রাত সাড়ে ৯ টার দিকে শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের হয়। আমাদের মিছিল চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। ওই মিছিলে অপূর্ব আমার পেছনে ছিলেন।

মিছিল শেষে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। তখন বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে কয়েকজন যুবক একজন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে ঝগড়া করছিলেন। বিষয়টি দেখে অপূর্ব তাদের থামাতে যান।

ওই সময় উচ্ছৃঙ্খল যুবকদের মধ্যে একজন অপূর্বের বুকে ছুরিকাঘাত করে। আহত অপূর্বকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উপস্থিত জনতা হামলাকারী যুবকদের একজনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জনতার মারধরে আহত এক যুবককে চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর