চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগের আগামী প্রস্তুতি সভা

সময়: 12:18 pm - March 10, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিলে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালী নিয়ে চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী সভাকক্ষে আলোচনা সভায় হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জুনায়েদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, ফায়ার ব্রিগেড চন্দ্র শেকড় প্রমুখ।

আলোচনা সভায় শেষে ফায়ার ব্রিগেডের সদস্যরা গ্যাস সিলিন্ডার ও পানির উপর থেকে আগুন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা প্রদর্শন করে দেখানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর