নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আহত ৫০

সময়: 12:11 pm - April 9, 2025 |

মানব কথা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডের তৈরি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এই সংঘর্ষ চলে, জানিয়েছে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে, তবে তাঁদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

সংঘর্ষে আহতদের মধ্যে কারখানার শ্রমিক ছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পুলিশ, শ্রমিক এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঈদের আগে ভুলতা এলাকার রবিনটেক্স কারখানায় প্রায় ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন, পরে দুপুরে যৌথ বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর