চাটখিলে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিছ আহম্মদ হানিফ: সেবাই পুলিশের ধর্ম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে ৮নং বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিগত ৫ আগষ্টের পর বিট পুলিশিং কার্যক্রম বন্ধ ছিলো।
গত বৃহস্পতিবার (১৭মার্চ) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮নং বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই সাদি শুফল এর সভাপতিত্বে ও পাল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল-সোনাইমুড়ী সার্কেল এর এএসপি মনীষ দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
আরো বক্তব্য রাখেন পাল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য আনিছ আহমেদ ভেন্ডার , উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, মানবধিকার নেত্রী আলেয়া মেম্বার, পাল্লা বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম, ব্যবসায়ী নূরুল আমিন, সাধারণ জনগণের পক্ষে জসিম উদ্দিন, সমাজ সেবক তাজুল ইসলাম, ইমরান হোসেন কিরন, ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন, মাহবুব রহমান, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।
বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন ৮নং বিট পুলিশিং এর সহকারী দায়িত্বশীল এএসআই মোঃ বিল্লাল হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম,
উপজেলা বিএনপির সদস্য নূরুল হুদা পিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির নাজমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আলী, বাহার মেম্বার, আব্দুল হান্নান, বেল্লাল হোসেন, আবুল বাসার, মাহফুজুর রহমান সহ পাল্লা বাজারে ব্যবসায়ীগণ, ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।
বক্তারা বলেন আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন সকল ধরনের অপরাধ নির্মূলে আপনাদের সহযোগিতা কামনা করছি।
যারা মাদকদ্রব্য বিক্রি ও সেবন কাজে জড়িত তাদের তথ্য দিয়ে সহায়তা করুন তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। ঐক্যবদ্ধ ভাবে কিশোর গ্যাং সহ সকল প্রকার সন্ত্রাসী ও ইভটিজিং রুখে দিতে সবাইকে সচেতন হবে।