গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নুর বিরুদ্ধে ফরিদপুর মডেল মসজিদ মেরামতের টেন্ডার বানিজ্যর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের দোসর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নুর বিরুদ্ধে ফরিদপুর মডেল মসজিদ মেরামতের টেন্ডার বানিজ্যর অভিযোগ উঠেছে।
জানা গেছে, ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর একাধিক হত্যা মামলার আসামী গণপূর্ত অধিদপ্তরের মাফিয়াখ্যাত নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু পাঁচ আগষ্টের পর ফরিদপুর গণপূর্ত বিভাগে বদলী হয়ে ভোল পাল্টিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়েছেন। মোঃ সাইফুজ্জামান চুন্নু এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে মোটা কমিশন বানিজ্যের মহাউৎসব করছেন। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফরিদপুর গণপূর্ত বিভাগের কয়েক মাস আগে উদ্বোধন হওয়া মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্র মেরামত করার জন্য নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু দরপত্র আহবান করেছেন, যার দরপত্র আই নং ১০৬২১৬০, সালতা উপজেলা মডেল মসজিদের জানালা মেরামত ও সিভিল স্যানিটারি ইলেকট্রিক কাজের দরপত্র আহবান করছেন।
গত ১৩ জানুয়ারি ২০২৫ কাজটি ঠিকাদরী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন হয়েছে বিল পরিশোধ করা হয়েছে কিনা এটি জানা সম্ভব হয় নি। নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু ফরিদপুরে নির্বাহী প্রকৌশলীর অফিস ও বাসভবনে নিয়ম নীতির তোয়াক্কা না প্রধান প্রকৌশলীর প্রজ্ঞাপন অমান্য করে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন, যার আইডি নং ১০৫৩৮১২, ১০৫৫৪৩৫ এভাবে তিনি অসংখ্য টেন্ডার ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন মাফিয়াখ্যাত নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু। ফ্যাসিবাদ সরকারের সবচেয়ে লোভনীয় পোস্টিং থেকে ও প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদের স্নেহ ভাজন থেকে সব কাজের দালালি করে ঢাকার মোহাম্মদপুর একটি বাড়ি, বারিধারায় একটি ফ্ল্যাট, গণপূর্ত অধিদপ্তরের সকলের মুখে একটি কথা চুন্নু সাহেবের ডুবাই একটি বাড়ি আছে, মো. সাইফুজ্জামান চুন্নুর নিজ এলাকা পটুয়াখালিতে গড়ে তুলেছেন নাহিয়ান ব্রীকস ফিল্ড, পটুয়াখালি কলেজ রোডে দু’তলা বাড়ী, পটুয়াখালি সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধারান্দি গ্রামে ৫ একর জমি, পটুয়াখালিতে নেক্সাস নামে একটি গামেন্টস এর শোরুম, সাভারে ১০ কাঠার একটি প্লট, ঢাকা ধানন্ডির সেন্ট্রাল রোডে একটি ফ্ল্যাট, বেইলী রোডে একটি ফ্ল্যাট ও গুলশান নিকেতনে একটি ফ্ল্যাট আছে। এছাড়া নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় রয়েছে। এ বিষয় নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু বলেন, ফরিদপুর সালতা উপজেলা মডেল মসজিদ ৫ আগস্ট ভাঙ্গচুর হয় এজন্য মেরামত করার প্রয়োজন হয়েছে ও সম্পদের হিসাব বিবরণী আয়কর ফাইলে দেয়া আছে।