ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সময়: 9:22 am - April 22, 2025 |

মানব কথা: ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বেলা ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে, যা প্রায় ঘণ্টাখানেক চলেছে।

কী নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে আজ মারামারি লাগলো, জানতে চাইলে তিনি বলেন, ‘কী নিয়ে যে লাগছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এদের প্রায়ই এমন লাগে।’

উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকাজুড়ে এক প্রকার উত্তপ্ত পরস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত সপ্তাহেও এই দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ হয়েছিল।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর