দশমিনায় যুবদল নেতা হুমায়ুন কবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ অনলাইন পত্রিকা ‘ই নিউজ ৭১’ ও ‘বাংলার বানী’তে প্রচার করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছেন বেতাগী সানকিপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
এসময়ে উপস্থিত ছিলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল মেলকার, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ খান, বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ রব, ৩ নং ওয়ার্ড সভাপতি সংকর বাওরি, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান, এছাড়া ইউনিয়ন যুবদলের পক্ষে বক্তব্য রাখেন- মোস্তাফিজ রহমান, রিজু, মজিবুর রহমান।
বক্তারা বলেন, হুমায়ুন কবির আমাদের দলের জন্য নিবেদিতপ্রাণ, তিনি সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের বেতাগী সানকিপুর ইউনিয়নে নেতাকর্মীদের নামে মামলার সময়ে তিনি নিজের অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাকে নিয়ে অনলাইন পত্রিকায় বরিশালের প্রতিনীধি যে নিউজ করেছেন তার কোনো ভিত্তি নাই।
সংবাদ সম্মেলনে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ খান বলেন, হুমায়ুন কবির সেই ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথে সম্পৃক্ত, হুমায়ুন কবির মতো কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পদ, দলের দূর সময় নেতাকর্মীদের পাশে ছিলো, তার মতো একজন কর্মীবান্ধব নেতা হুমায়ুন কবির কে নিয়ে এরকম নিউজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিবো।