মেহজাবীনের সঙ্গে বিয়েই বদলে দিল আদনানের ভাগ্য!

মানব কথা: ১৩ বছরের সম্পর্কের পর এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর বিয়ের মাত্র দুই মাসের মাথায় আদনান পেলেন নিজের পেশাগত জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি— তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ জায়গা করে নিয়েছে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে।
বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রথম কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনয়ন পেল। আদনান একে জীবনের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন। প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মনে হচ্ছে, বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে। বউ আমার লাকি চার্ম। প্রথম সুখবরটা এল কানের মতো একটা জায়গা দিয়ে—এটা কল্পনাতীত।”
১৮ বছরের ক্যারিয়ারে নাটক, বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আলো ছড়ানো আদনান জানান, ‘আলী’ ১৫ মিনিট দৈর্ঘ্যের একটি গল্পচিত্র, যেটি কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটেও তালিকাভুক্ত হয়েছে। তার ভাষায়, “আমরা জেনেছি, প্রায় সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে নির্বাচিত হয়েছে আমাদের সিনেমা। এটা স্বপ্নের মতো, একেবারে বাস্তব বলে বিশ্বাসই হচ্ছে না। হৃদকম্পন বাড়ছে, মনে হচ্ছে কোনো ঘোরে আছি।”
বিনোদন অঙ্গনে তাদের প্রেমের খবর ছিল অনেকটা ‘ওপেন সিক্রেট’। একসঙ্গে দেশে-বিদেশে ভ্রমণ, সামাজিক মাধ্যমে পোস্ট করা মুহূর্তগুলো নিয়ে বহুবার গুঞ্জন উঠেছিল—তবে তারা ছিলেন নিরব। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি তারা বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন।
বিয়ের ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছিলেন, “১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। জীবনের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে আদনানকে পছন্দ করেছি। সাত বছরের বন্ধুত্ব যদি আজীবনের হয়, আমরা তার প্রায় দ্বিগুণ সময় একসঙ্গে পাড়ি দিয়েছি।”
আগামী ১৩ মে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৪ মে পন্তর্য। উৎসবে যোগ দিতে শিগগিরই ঢাকা ছাড়বেন আদনান, ভিসার আনুষ্ঠানিকতা শেষ হলেই যাত্রা।