স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেলো ৩ শিক্ষার্থীর

মানব কথা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় বজ্রপাতের ঘটনায় মর্মান্তভাবে প্রাণ হারিয়েছেন তিন স্কুলছাত্রী ও একজন কৃষক। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
পাকুন্দিয়ার চরটেকী এলাকায় বজ্রপাতে মারা গেছে নবম শ্রেণির তিন শিক্ষার্থী, ইরিনা আক্তার, প্রিয়া আক্তার ও বর্ষা। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা। স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হয় তারা। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্ষাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, নিহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়ে তাৎক্ষণিকভাবে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
একই দিনে, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারান কৃষক কডু মিয়া। তিনি মাঠে ধান শুকাতে গিয়ে হঠাৎ বৃষ্টির মধ্যে পড়ে যান এবং বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।