পাক-ভারত উত্তেজনার মাঝে চলবে পিএসএল

সময়: 1:12 pm - May 7, 2025 |

মানব কথা: পাকিস্তান-ভারতের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর স্থগিত হচ্ছে না—পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে টুর্নামেন্ট চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী।

আজ (৭ মে) রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরস। টস হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, আর প্রথম বলটি মাঠে গড়াবে রাত ৮টায়।

এর আগে ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তানের ভূখণ্ডে হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দেয়। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, একটি কমব্যাট ড্রোন এবং একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে অনেকে আশঙ্কা করছিলেন, পিএসএল হয়তো স্থগিত হতে পারে। কিন্তু পিসিবির দৃঢ় অবস্থান—ক্রিকেট চলবে, যেখানেই হোক যুদ্ধ-সংঘাত।

আজকের ম্যাচের মাধ্যমে আবারও রাওয়ালপিন্ডিতে ফিরছে পিএসএল। এখানেই পরবর্তী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে—৮, ৯ ও ১০ মে। এরপর ১১ মে মুলতানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

১৩ মে রাওয়ালপিন্ডিতে হবে কোয়ালিফায়ার। ১৪ এবং ১৬ মে গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে এলিমিনেটর-১ ও ২। আর ১৮ মে লাহোরেই অনুষ্ঠিত হবে পিএসএল এক্স-এর জমকালো ফাইনাল।

Share Now

এই বিভাগের আরও খবর