নিশাত ফারাভী চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ
সময়: 8:32 am - May 13, 2025 |

মানব কথা: নোয়াখালীর চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড পদে নিয়োগ পেয়েছেন ৩৮ তম বিসিএস ক্যাডার নিশাত ফারাভী।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশাত ফারাভীকে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসি ল্যান্ড হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস এম অনিক চৌধুরি নিশাত ফারাভীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ২/৩ দিনের মধ্যে তিনি চাটখিলে নতুন কর্মস্থলে যোগদান করা সম্ভবনা রয়েছে।
উল্লেখ্য, নিশাত ফারাভী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সহকারি কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।