ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

মানব কথা: বিক্ষোভকারীরা নতুন মেয়রকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
প্রজ্ঞাপন জারির দুই সপ্তাহ পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সহস্রাধিক মানুষ।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভকারীরা দলে দলে নগর ভবনের সামনে আসতে শুরু করেন। ঢাকাবাসী ব্যানারে ৯টার দিকে তারা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে নগরভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা নতুন মেয়রকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘মেয়র না থাকায় গত আট মাস ধরে আমাদের অনেক অসুবিধা হইতাছে। সেবা পাইতে ভোগান্তি হইতেছে। প্রশাসক অদক্ষ। মেয়র দায়িত্ব না নিলে সমস্যার সমাধান হবে না। সেজন্যই আসছি।’
আরেকজন বলেন, ‘ট্যাক্সের টাকা দেয়ার পরও আমরা সেবা পাইতেছি না। ময়লা সরানো, পানি- এসব নিয়ে নানা সমস্যা হচ্ছে। মেয়র না থাকার কারণেই এসব হচ্ছে। এখন নতুন মেয়রের নাম ঘোষণা করার পরও কেন তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না?’
দাবি আদায়ে আজ দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী। এরপরও দাবি মেনে না নেয়া হলে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
উল্লেখ্য, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।
ওই রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন।