অস্বাস্থ্যকর খাবার পরিবেশন অপরাধে ভোক্তা অধিকার আইনে হোটেল মালিকের অর্থদণ্ড

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল বাজারে অনিরাপদ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে হোটেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ মে) দিবাগত রাত ৮টার সময় চাটখিল পৌরসভার মেইন রোডে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ লোকমান হোসেন (৪৮) কে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি সরবরাহ করার অপরাধে এ অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভা শহরে অবস্থিত হোটেল রেস্টুরেন্ট গুলোতে দীর্ঘদিন ধরে পচা বাঁশি মাছি মোশা পোকামাকড় যুক্ত নিম্ন মানের খাবার পরিবেশন করে আসছে এবং কিছু কিছু হোটেল মালিক ও কর্মচারী কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছে। কাস্টমারের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পচা বাঁশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনা অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মোঃ লোকমান হোসেন কে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সুন্দর পরিবেশ নিরাপদ খাদ্য পরিবেশন এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার দৌলতপুর গ্রামে সাবেক মন্ত্রী মাহবুবুর রহমানের বাড়ি দক্ষিণ পাশে সরকারি কাজের উপর ব্যক্তি মালিকানাধীন খালের উপর সরকারি নিয়ম অনুযায়ী ডিজাইন বহির্ভূত ব্রিজ নির্মাণ করার কারণে তো অবৈধ স্থাপনা গুড়িয়ে দেন।