আগারগাঁওয়ে জাতীয় ঐক্য সভায় প্রধান অতিথি খালেদা জিয়া

সময়: 9:36 am - July 1, 2025 |

মানব কথা: ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই-আগস্ট মাসজুড়ে ‘গণঅভ্যুত্থান ২০২৪’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে। তার অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্বোধনী বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে এবং ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানানো হবে বলে জানা গেছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পেশাজীবী, শহীদ পরিবারের সদস্য, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর