সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯৪

সময়: 3:51 pm - July 5, 2025 |

মানব কথা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কেউ মারা যাননি। একদিন আগেই, শুক্রবার (৪ জুলাই) ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন ২০৪ জন, অর্থাৎ এক দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯০ জন।

শনিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ জুলাই-আগস্টে

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে—এ জেলায় নতুন করে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরে ৭৯ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২৩ জন, চট্টগ্রামে ২৭ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ববর্তী তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান রেকর্ড ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে, তাই এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর