হার না মানা শাহিনুরের পাশে দাঁড়ালেন পারভেজ মল্লিক

সময়: 12:10 pm - July 10, 2025 |

মানব কথা: খুলনার তেরখাদা উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের বাসিন্দা শাহিনুর। অজানা এক রোগে মাত্র ১০ বছর বয়সেই হারিয়েছেন দুই হাত ও পায়ের কর্মক্ষমতা। তবুও থেমে থাকেননি শাহিনুর। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজ এলাকাতেই গড়ে তুলেছেন দোকান। করছেন জীবিকা নির্বাহ।

অদম্য এই নারীর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। রোববার শাহিনুরের সঙ্গে তার দোকানে দেখা করে আর্থিক সহায়তা করেন তিনি। এ সময় শাহিনুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরবর্তীতে তার পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

জানা গেছে, শাহিনুর মাত্র ১০ বছর বয়সে হাত এবং পায়ের কর্মক্ষমতা হারিয়েছেন। দীর্ঘদিন যাবত আধুনিক চিকিৎসার পরও তার এই রোগের প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেননি চিকিৎসকরা।

শাহিনুরের সঙ্গে সাক্ষাৎকালে পারভেজ মল্লিক বলেন, শাহিনুরের মতো হার না মানা নারীরা তেরখাদার উজ্জ্বল দৃষ্টান্ত। সে প্রমাণ করেছে শারীরিক প্রতিবন্ধকতাকেও হার মানিয়ে নিজের ও পরিবারের হাল ধরা যায়। শাহিনুর এই সমাজের প্রতিটা নারীর জন্য অনুপ্রেরণা।

Share Now

এই বিভাগের আরও খবর