দল ও জনগণ চাইলে নির্বাচন করতে প্রস্তুত: মনির খান

মানব কথা: সংগীতশিল্পী মনির খান বলেছেন, তিনি বিএনপি ছাড়েননি, বরং দলের রাজনীতির সঙ্গে এখনো যুক্ত আছেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও রয়েছে তার।
রবিবার (১৪ জুলাই) এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “২০১৮ সালের একটি পুরনো তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। আমি শুধু ওই সময় দলের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছিলাম। কিন্তু দল ছাড়িনি। আমি বিএনপিতে ছিলাম, আছি।”
তিনি আরও বলেন, “গত ১০ বছর ধরে এলাকার সবকিছু গুছিয়ে এনেছি। এলাকার মানুষজন আমাকে ভালোবাসে। কেউ কেউ এটি মেনে নিতে পারছেন না বলেই এসব গুজব ছড়াচ্ছেন।”
আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মনির খান বলেন, “আমি যদি দলের মনোনয়ন পাই এবং জনগণ আমাকে সমর্থন করে, তবে অবশ্যই নির্বাচন করব। আমার প্রস্তুতি রয়েছে।”
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এসব গুজবে কান দেবেন না। আমি আপনাদের জন্য, দেশের জন্য কাজ করে যেতে চাই।”
মনির খানের ঝুলিতে রয়েছে চল্লিশটিরও বেশি একক অ্যালবাম ও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।