দুই মাঠে শান্তির হ্যাটট্রিকে জয় বাংলাদেশের

সময়: 3:43 pm - July 15, 2025 |

মানব কথা: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচটি শুধু স্কোরের জন্য নয়, ব্যতিক্রমী এক ঘটনার জন্যও স্মরণীয় হয়ে থাকল—একই ম্যাচ খেলা হয়েছে দুই ভিন্ন মাঠে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ অনুষ্ঠিত হয়। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে খেলা চালানো সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৫টায় সিদ্ধান্ত হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধ হবে পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে।

সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হওয়া দ্বিতীয়ার্ধে শান্তি হ্যাটট্রিক করেন। আরেকটি গোল যোগ করে বাংলাদেশ ম্যাচ জেতে ৪-১ ব্যবধানে।

এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে।

বিশ্ব ফুটবলে একটি ম্যাচ দুই মাঠে খেলার ঘটনা অত্যন্ত বিরল। তবে এই অস্বাভাবিকতার মধ্যেও বাংলাদেশের মেয়েরা ছন্দ হারায়নি, বরং শান্তির দুর্দান্ত পারফরম্যান্সে তারা জয়ে ফিরেছে আত্মবিশ্বাস নিয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর