দেশে নতুন কোনো গডফাদার হতে দেয়া হবে না : নাহিদ

মানব কথা: ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।’
শনিবার (১৯ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে আয়োজিত পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। অন্যথায় সরকারকে তা ঘোষণা করতে বাধ্য করা হবে। জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব।’
তিনি বলেন, ‘কে পিআর বুঝে, কে বুঝে না; এজন্য সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বুঝে এবং সংস্কার চায়। গণপরিষদের উচ্চ কক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।‘
পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী, ডা: তাসনীম জারা, এস এম সুজা উদ্দিনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি দল সংস্কারের বিপক্ষে ও নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির ময়দানের পথসভায় যোগ দেন এনসিপি এ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জনসভা শেষে গাড়ি বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে ঈদগাও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন পথসভায় বক্তব্য দেন এনসিপি’র নেতারা।
এদিকে দলটির পদযাত্রা ও পথসভা উপলক্ষে শহর ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে দেখা যায়।