চাটখিলে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগষ্টে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা দোয়া মাহফিল

সময়: 12:44 pm - July 19, 2025 |

আনিছ আহম্মদ হানিফ:নোয়াখালীর চাটখিলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশে উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিগত জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখ, সাইফুল আজম জগলু, পৌরসভা যুবদলের নেতা মাহবুবুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইয়াসিন আরাফাত মিলন, ফখরুল ইসলাম প্রান্ত, পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ খন্দকার, চাটখিল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাউসার আহমেদ শাওন, পৌরসভা ছাত্রদলের নেতা তৌহিদুল ইসলাম, ফয়সাল মাহমুদ সানি, ওমর ফারুক রাকিব সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিগত জুলাই-আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা দোয়া ও মিলাদ পরিচালনা করেন চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাদেক।

Share Now

এই বিভাগের আরও খবর