ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই

সময়: 9:36 am - July 20, 2025 |

মানব কথা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের নির্বাচনে প্রথমবারের মতো হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্ত ভোটারদের জন্য স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রগুলোর তালিকা হলো:

কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হল

শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল

নির্বাচন কমিশন আশা করছে, কেন্দ্রসংখ্যা বাড়ানো ও হলের বাইরে ভোটগ্রহণের মাধ্যমে ভোটার উপস্থিতি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

Share Now

এই বিভাগের আরও খবর