ভিন্নমতের দলগুলোকে নিয়ে ‘রেইনবো স্টেট’ করতে চায় বিএনপি: ফখরুল

মানব কথা: বিভিন্ন রাজনৈতিক মত ও আদর্শের দলগুলোকে অন্তর্ভুক্ত করে ‘রেইনবো স্টেট’ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ‘জুলাই শহীদ’ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, “ভিন্নমত থাকবে। আমরা একটা রেইনবো স্টেট করব, যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে।”
চলে গেলেন ভাস্কর হামিদুজ্জামান খান
তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-পরবর্তী সময়ের অনুপ্রেরণাতেই এই ধারণা এসেছে, যেখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের এক শান্তিপূর্ণ চিত্র তুলে ধরা হয়েছিল।
জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিএনপি একটি সহায়তা তহবিল (ফান্ড) গঠন করবে বলেও ঘোষণা দেন মহাসচিব।
গুম ও হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক।”
এ সময় তিনি আরও বলেন, “কোন দলের কতজনের জীবন গেছে তা নিয়ে তর্ক করবো না, কিন্তু আমরা সবাই জানি—এই আন্দোলন আমাদের সবাইকে এক করেছে।”
ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির আলোকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে।
পরে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণের মাধ্যমে বিএনপির ‘১০ লাখ গাছ রোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল।