চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

আনিছ আহম্মদ, চাটখিল প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চাটখিলস্থ মেইন রোডের উপর থেকে ৯৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ কাজল (৪০),পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- গোলবাহার, সাং-মোহাজের পাড়া, এ/পি-খরুলিয়া (মনসুর আলমের বাড়ী), থানা- সদর, কক্সবাজার।
শনিবার (২৬জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার সময় চাটখিল আনিতাশ ফিলিং স্টেশনের সামনে মেইন রোড থেকে কাজলকে ইয়াবা সহ আটক করা হয়েছে।
থানায় সুত্রে জানা যায়, এসআই নয়ন চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরীকে জানালে তিনি সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন এসআই নয়ন রাত সাড়ে ৯টায় চাটখিল বাজারস্থ আনিতাশ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর সিএনজি ষ্টেশনে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে মোঃ কাজলের দেহ তল্লাশি করে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ইয়াবা উদ্ধার ও আসামি গ্রেফতারের সত্যতা সংবাদকর্মীদেরকে নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটক আসামির বিরুদ্ধে চাটখিল থানার মামলা নং-১০, ২৬/০৭/২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামি কাজলকে দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। আমি ও থানা পুলিশ এই অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।