রাজশাহীতে ১২৩ জনের চাঁদাবাজ তালিকা নিয়ে তোলপাড়

সময়: 11:12 am - July 28, 2025 |

মানব কথা: রাজশাহীতে ‘চাঁদাবাজ’ হিসেবে ১২৩ জনের একটি তালিকা ঘিরে গত কয়েক দিন ধরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও তোলপাড় চলছে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত সংশ্লিষ্ট ৫০ জনের নাম রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের ২৫ জন এবং আরও কয়েকজন সুবিধাবাদীর নামও অন্তর্ভুক্ত রয়েছে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

তালিকায় থাকা ১৮ জনের বিরুদ্ধে একজন আবাসন ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলাও রয়েছে। এ নিয়ে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে এই তালিকাটি পুলিশের নাকি সরকারের কোনো সংস্থার তৈরি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং তালিকাটি না দেখে মন্তব্য করতে চান না। তিনি বলেন, ‘যদি এরা প্রকৃতপক্ষে চাঁদাবাজ হয়, তাহলে ব্যবস্থা নেওয়া উচিত।’

তালিকায় বিভিন্ন বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে ফুটপাত থেকে চাঁদা আদায়, ভূমি দখল, কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ তোলা হয়েছে।

তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি বলেন, “এটা উদ্দেশ্যপ্রণোদিত। কিছু লোককে বাদ রেখে ইচ্ছামতো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা দিয়েছে, তারাই প্রকৃত চাঁদাবাজ।

জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘তালিকাভুক্তদের আমরা দল থেকে বয়কট করেছি। এরপরও কেউ সুযোগ পেলে নেতা-কর্মীদের সঙ্গে ছবি তুলে প্রচার করছে।’

Share Now

এই বিভাগের আরও খবর