আওয়ামীলীগের সাবেক সাংসদ ইলিয়াস মোল্লা ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন সহযোগীসহ ৫৭ কোটি টাকার অর্থ অত্মসাৎে দুদকের মামলা দায়ের
সময়: 4:12 pm - July 28, 2025 |

মানব কথা ডেস্ক: আওয়ামীলীগের সাবেক সাংসদ ইলিয়াস মোল্লা ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন সহযোগীসহ ৫৭ কোটি টাকার অর্থ অত্মসাৎে প্রাথমিক অনুসন্ধানে প্রমানিত হওয়ার দুদকের মামলা দায়ের অনুমতি পেয়েছেন। ইলিয়াস মোল্লার তিন সহযোগী হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল মোঃ হানিফ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারিজুর রহমান। দুদক সূত্রে জানা যায় দুদকের প্রাথমিক অনুসন্ধানে ৭ একর জায়গা ইলিয়াস মোল্লা ক্ষমতার অপব্যবহার করে ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিন প্রকৌশলীর সহযোগিতায় উক্ত ৭ একর জায়গা ভাড়া দিয়ে ৩৭ কোটি ভাড়া খেয়েছেন এই সিন্ডিকেট চক্র তাই তাদের চারজনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের সিদ্ধান্ত গৃহীত হয়।