উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল সিটি করপোরেশন অধ্যাদেশের খসড়া

সময়: 2:04 pm - July 31, 2025 |

মানব কথা: ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।

এই সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে সিটি করপোরেশন সম্পর্কিত আইনি কাঠামোয় নতুন পরিবর্তন আনার পথ তৈরি হলো বলে মনে করছে প্রশাসন সংশ্লিষ্ট মহল।

Share Now

এই বিভাগের আরও খবর