অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের
সময়: 10:57 am - August 2, 2025 |

মানব কথা: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন এবং আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামুর রশিদনগর এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা গণমাধ্যমকে জানান, এই ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেছেন। আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।