কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার সকাল ১০টায় খোলা হবে

সময়: 11:47 am - August 4, 2025 |

মানব কথা: সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সোমবার না খুলে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় খোলা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৭.৪৯ এমএসএল (মিন সি লেভেল)। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার দুপুরে ১৬টি গেট ছয় ইঞ্চি করে খোলার কথা থাকলেও তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, লেকে পানি বিপদসীমায় পৌঁছানোয় প্রতিটি গেট খোলার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হবে।

বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই উৎপাদনের জন্যও প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে কর্ণফুলীতে নিষ্কাশন হচ্ছে।

মাহমুদুল হাসান বলেন, “বর্তমানে কাপ্তাই লেকের পানির প্রবাহ (ইনফ্লো) ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির স্তর অপ্রত্যাশিতভাবে বাড়লে ধাপে ধাপে জলকপাট খোলার মাত্রা আরও বাড়ানো হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর