২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
মানব কথা: দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। একই সময়ে নতুন করে ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯২ জনের। শুধু অগাস্ট মাসের প্রথম ছয় দিনেই প্রাণ গেছে ৯ জনের।
এ পর্যন্ত মোট ২২ হাজার ৮১২ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ২৫৯ জন—যার মধ্যে ৩৬৪ জন ঢাকার এবং ৮৯৫ জন ঢাকার বাইরের হাসপাতালে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি, ১৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, রাজশাহীতে ৫০ জন, চট্টগ্রামে ৩৯ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ১৪ জন এবং রংপুরে ভর্তি হয়েছেন ৪ জন রোগী।
চলতি বছরের মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে। জুনে মারা যান ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল ও মে মাসে মারা যান যথাক্রমে ৭ ও ৩ জন। মার্চ মাসে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জুনে ৫ হাজার ৯৫১, মে মাসে ১ হাজার ৭৭৩ এবং অগাস্টের প্রথম ছয় দিনেই ভর্তি হয়েছেন ১ হাজার ৮৩২ জন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের—যা ছিল দেশে ডেঙ্গুজনিত মৃতের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
















