ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

সময়: 1:21 pm - August 6, 2025 |

মানব কথা: ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম বিল্লাল খান (৩৫)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে। আহতরা হলেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘স্টার ডিলাক্স’ পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই চালক নিহত হন এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া একই দিনে সকালে ভাঙ্গার সলিলদিয়া এলাকায় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে উল্টে যায়। এতে চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হন।

Share Now

এই বিভাগের আরও খবর