সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সময়: 12:29 pm - August 7, 2025 |

মানব কথা: অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।

আজ ঢাকার ১২তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে। এর আগে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। খবর বাসস-এর।

গত ২২শে জুন ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩শে জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭শে জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ দ্বিতীয় দফায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত পহেলা জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তিনি দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর