নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা

সময়: 10:47 am - August 11, 2025 |

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

সোমবার (১১ আগস্ট) দুপুরে চাটখিল উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে শিক্ষা সামগ্রী ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল মহিলা কলেজের প্রভাষক মো. আবুল কালাম আজাদ, মহি উদ্দিন বাবু। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কর্মকর্তা মোহাম্মদ আলী।

ফাইনালে চ্যাম্পিয়ন হয় ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বিতর্কিতের পুরস্কার লাভ করেন সোমপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি ফেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।

Share Now

এই বিভাগের আরও খবর