ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

সময়: 10:47 am - August 14, 2025 |

মানব কথা: ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টার দিকে ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে— রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে, বাকি একজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর