শ্রীলংকায় সার্ক কালচারাল সেন্টারের গভর্নিং বোর্ডের ১৫তম সভা অনুষ্ঠিত

সময়: 1:54 pm - August 19, 2025 |

মানব কথা: শ্রীলংকার রাজধানী কলম্বোর এক হোটেলে সার্ক কালচারাল সেন্টারের গভর্নিং বোর্ডের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদায়ী সভাপতি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান।

তিনি গত দুই বছর ধরে উক্ত কেন্দ্রের গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায়ী ভাষণে মিজানুর রহমান তাঁর মেয়াদকালে অর্জিত সাফল্য, সার্কভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন।

সভায় সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে আঞ্চলিক সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর