জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সময়: 11:05 am - August 26, 2025 |

মানব কথা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়েছে।

স্ট্যাটাসে বলা হয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে বিকেলে এ সংবাদ সম্মেলন করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান তিন ভাগে বণ্টনের বিধান রেখে নতুন বিধিমালা জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সরকারি সহায়তাকে কেন্দ্র করে জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শহীদ পরিবারের স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে সরকার বণ্টনের এই পদ্ধতি নির্ধারণ করে দিল।

Share Now

এই বিভাগের আরও খবর