শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

সময়: 10:46 am - August 26, 2025 |

মানব কথা: তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শাহবাড় মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বনানী ও টেকনিক্যাল মোড়ে দুটি আন্দোলনের কারণে সকাল থেকেই যানজট দেখা দেয় রাজধানীতে। বিকেলের এই অবরোধের ফলে ভোগান্তি আরও বাড়ে।

Share Now

এই বিভাগের আরও খবর