নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

সময়: 10:02 am - August 30, 2025 |

মানব কথা: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি মোবাইলে ফোন করে নুরের সঙ্গে কথা বলেন এবং সাম্প্রতিক সহিংস ঘটনার বিস্তারিত শোনেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

হানিফ জানান, আলাপের সময় প্রধান উপদেষ্টা কাকরাইলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর আগে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান।

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত নুরকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, নুরের মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ফেটে গেছে নাক, রক্ত ঝরছে মুখ থেকে বুক পর্যন্ত। এ দৃশ্য মুহূর্তেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রাজনৈতিক অঙ্গনের অনেকে বলছেন, এই ঘটনার পর নুরের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি যোগাযোগ শুধু রাজনৈতিক তাৎপর্যই বহন করছে না, বরং চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের দায়বদ্ধতাকেও সামনে নিয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর