আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ: কায়সার কামাল

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে বিএনপির পক্ষ থেকে নতুন বক্তব্য এসেছে। দলের আইনজীবী কায়সার কামাল বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক আলোচনায় তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। কায়সার কামাল বলেন, “এই মামলার রায়ের মাধ্যমে পরিষ্কার হয়েছে, তারেক রহমান কোনোভাবেই জড়িত ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলা করা হয়েছিল।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য একুশে আগস্টের ঘটনাকে ব্যবহার করেছে। “এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, যার মাধ্যমে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল,” যোগ করেন তিনি।
কায়সার কামাল আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই। এখন তাকে নিয়ে আর কোনো অপপ্রচার চলতে পারে না।”
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং পাঁচ শতাধিক আহত হন।