‘ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে’

সময়: 12:36 pm - September 9, 2025 |

মানব কথা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু নির্বাচন) এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি, গণমাধ্যমেও তেমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এটি ইতিবাচক দিক।

তিনি আরও জানান, ডাকসু ও জাকসুসহ আসন্ন অন্যান্য নির্বাচনও সুস্থ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর