কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা ভিপি প্রার্থীর

সময়: 1:08 pm - September 9, 2025 |

মানব কথা: কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন তাহমিনা আক্তার নামে এক স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী।

মঙ্গলবার বিকেলে টিএসসিতে তিনি সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে ভোট কারচুপি ও দখলদারিত্ব হয়েছে।

তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা বলেন, এ ভুয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচনসংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

Share Now

এই বিভাগের আরও খবর