সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

সাজিদ রুবেল,সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : সোনাইমুড়ী পৌরসভার নাওতলা মাইজের বাড়ির সামনে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে একুশে পরিবহন বাসের ধাক্কায় বাস চালক বেলায়েত হোসেন (৪০) নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা যাত্রীর মধ্যে প্রায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।নিহত বেলায়েত হোসেন চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার বিকেল ৩ টার দিকে ঢাকা থেকে নোয়াখালী গামী একুশে পরিবহন বাসটি বেপরোয়া গতিতে নাওতলা মাইজের বাড়ি এলাকার সামনে দাড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দেয়।এতে বাসের সামনের অংশ ঢুকে পড়ে এতে দুর্ঘটনায় বাসের ড্রাইভার বেলায়েত হোসেন গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আহত ১০ জন যাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোরশেদ আলম বলেন,নাওতলা মাইজের বাড়ির সামনের সড়কের বালু ভর্তি ট্রাকের চাকা পামচার হওয়ায় ট্রাকটি মেরামতের জন্য ট্রাকের ড্রাইভার লিক সারাতে গেলে এ সময় ঢাকা থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একুশে সার্ভিস ট্রাকের পিছনে ধাক্কা দেয়।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাসের চালকের ঘুমের ভাব আসার কারনেও এই দুর্ঘটনা ঘটতে পারে।একুশে সার্ভিসের ড্রাইভার নিহত হন ও প্রায় ১০ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ এই ঘটনার আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।