টঙ্গীতে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

মানব কথা: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন লাগার পর তা নিভানোর সময় বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ২ ফায়ার ফাইটারের মৃত্যু হলো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এই ঘটনায় ইনস্টিটিউটে ভর্তি খন্দকার জান্নাতুল নাইমের অবস্থাও ক্রিটিকাল। এইচডিইউতে রয়েছেন তিনি।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও স্বজনরা জানান, তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায়। বাবার নাম আব্দুল মনসুর। ২০০৭ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন নুরুল। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিসের লিডার শামীম আহমেদ।
চিকিৎসকরা জানান, শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে পুড়ে যান ৪ ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার।