চাটখিলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন : র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছ আহম্মদ হানিফ, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:‘একদিন তুমি পৃথিবী পড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীণ নাগরিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে চাটখিল উপজেলা বন বিভাগের উদ্যোগে উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাকে বনায়ন কর্মসূচির আওতায় আনা হয়। এ সময় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের হাতে বিনামূল্যে ফলজ, ঔষধি ও ছায়া দেওয়া গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।