ভারত সিরিজে ভিন্ন ভূমিকায় থাকছেন তামিম
মানব কথা: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন থেকেই। বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটে ব্যস্ত থাকলেও দলের সাথে নেই এই দেশসেরা ওপেনার। তবে এবার দলের সাথে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিমকে। তবে সাকিব-মুশফিকরা মাঠে থাকলেও তামিম থাকবেন ধারাভাষ্য কক্ষে।
দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাঁহাতি ব্যাটসম্যান ইতিমধ্যে মাঠের বাইরে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এবার তাই আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে। এবার ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।
তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটেছিল ২০২২ সালের বিপিএলে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দিয়েছিলেন গত বছরের ডিসেম্বর মাসে, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সেই সময় মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তাঁর বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়ায়।
এবার, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে তামিমের সঙ্গে থাকবেন আতহার আলী খান। ভারতের পক্ষে ধারাভাষ্য দেবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালি কার্তিক। ধারাভাষ্যকার হিসেবে তামিমের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, এবং ভারত সিরিজে তাঁর উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে।
এদিকে তামিম ইকবাল বর্তমানে ফিটনেস ইস্যু এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জটিলতার কারণে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন। তবে তিনি মাঠের বাইরে থেকেও দেশের প্রতিনিধিত্ব করছেন ধারাভাষ্য কক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ ১৯ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর।
তামিমের জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে, মিরপুরে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।