ফার্মগেটে শিক্ষার্থী নিহত, ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধে

মানব কথা: রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে তারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা শুধু নিরাপদ সড়কের দাবি নয়, প্রশাসনের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বুধবার প্রশাসনের কিছু লোক নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরির চাপায় সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন। পরদিন বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওই স্থানে প্রথম দফায় সড়ক অবরোধ করেন সহপাঠী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবারের অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। শুধু ন্যায্য বিচার ও নিরাপদ সড়ক চাই।”