৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সময়: 11:42 am - October 23, 2025 |

মানব কথা: বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি তাদের এই চাকরিচ্যুতি ঘটানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ অনুসারে সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

চাকরি থেকে অপসারণ হওয়া এই চার এএসপি হলেন— ১. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ্ ২. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শোভন কুমার বিশ্বাস ৩. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রওশন জামিল ৪. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আশফাক ফেরদৌস

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশটি জারি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর