জোট থাকলেও প্রার্থীদের দাঁড়াতে হবে নিজ দলীয় প্রতীকে

মানব কথা: উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে; এ অনুয়ায়ে নির্বাচনী জোট থাকলেও জোটভুক্ত প্রার্থীর প্রত্যেককে নিজ দলের প্রতীকে ভোটে লড়তে হবে এবং নির্দিষ্ট কিছু বিধান এতে যোগ করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার(২৩ অক্টোবর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংশোধিত খসড়ার প্রধান দিকগুলো উপস্থাপন করেন।
সংশোধিত খসড়ায় নির্বাচনী জোট থাকলেও জোটের অংশীদারই হোন না কেন—প্রার্থীকে নিজের দলের প্রদত্ত প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে; ফলে এই তিন বাহিনীও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে এবং তাদের জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না বলে উল্লেখ রয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সম্পর্কিত পূর্বরূপের বিধান খসড়া থেকে বিলুপ্ত করা হয়েছে।
খসড়ায় পলাতক ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের ওপরও বিধিনিষেধ রাখা হয়েছে; বিভিন্ন মামলায় পলাতক সঙ্গে নাম থাকা ব্যাক্তিরা আর নির্বাচন করতে পারবেন না। প্রার্থীদের এফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ দিতে হবে; প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন এবং তা অনলাইনে প্রকাশ করা হবে বলে খসড়ায় বলা হয়েছে। প্রার্থীদের জামানতের পরিমাণ বর্তমানে থাকা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জেলা নির্বাচনী কার্যালয় স্থাপনের কর্তৃত্ব জেলা নির্বাচনী কর্মকর্তাকে (ডিইও) দিয়েছে খসড়াটি।
সংক্ষিপ্ত ভোটাধিকারগত পরিবর্তনের অংশ হিসেবে সংশোধিত আরপিওতে ‘না’ ভোটের বিধান আনা হয়েছে—একক কোনো সংসদীয় আসনে যদি একজনই প্রার্থী থাকেন, সেখানে ভোটাররা ‘না’ ভোট প্রদান করতে পারবেন। আরও বলা হয়েছে, কোনো সংসদীয় আসনে নির্বাচনী অনিয়ম ধরা পড়লে নির্বাচন কমিশন পুরো আসনের ভোট বন্ধ করার ক্ষমতা পাবে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সংশোধিত খসড়া নির্বাচনী প্রতিপাদ্য ও স্বচ্ছতার দিকগুলো জোরদার করবে এবং ফলপ্রসূভাবে দায়িত্বশীলতার নীতিসমূহ কার্যকর হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অতিরিক্ত ব্যাখ্যায় জানায়, অনুমোদিত খসড়ার বিস্তারিত বিধান দ্রুত চূড়ান্তীকরণের জন্য পরবর্তী পর্যায়ে পাঠানো হবে।
উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে অংশগ্রহণকারীরা সংশোধিত আরপিওর খসড়া সার্বিকভাবে অনুমোদন করেছে; খসড়া চূড়ান্ত করার পর এটি সংবিধানিক ও প্রযোজ্য আইনগত ধাপে পাঠানো হবে বলে শুনানা পাওয়া গেছে।