কদমতলীতে জামায়াতের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের গণসংযোগ ও মিছিল

সময়: 4:31 pm - November 7, 2025 |

স্টাফ রিপোর্টার(সোহাগ শরিফ): ঢাকা-৪ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে আজ শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজের পর কদমতলী এলাকায় এক বর্ণাঢ্য গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি কদমতলীর ২৪ ফুট, চেয়ারম্যান বাড়ী ও কমিশনার রোড হয়ে জুরাইন বিক্রমপুর প্লাজা পর্যন্ত গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,“স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী।”

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচনী আসনের আসন পরিচালক ও কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবন। আরো উপস্থিত ছিলেন, কদমতলী মধ্য থানা আমীর মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের জনশক্তি এবং অসংখ্য সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর