কদমতলীতে জামায়াতের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের গণসংযোগ ও মিছিল
স্টাফ রিপোর্টার(সোহাগ শরিফ): ঢাকা-৪ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে আজ শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজের পর কদমতলী এলাকায় এক বর্ণাঢ্য গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি কদমতলীর ২৪ ফুট, চেয়ারম্যান বাড়ী ও কমিশনার রোড হয়ে জুরাইন বিক্রমপুর প্লাজা পর্যন্ত গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,“স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী।”
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচনী আসনের আসন পরিচালক ও কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবন। আরো উপস্থিত ছিলেন, কদমতলী মধ্য থানা আমীর মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের জনশক্তি এবং অসংখ্য সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


















