দিনাজপুরে দুদকের গণশুনানিতে ১৬৯টি অভিযোগ: জেলা পুলিশ দপ্তরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই
মানব কথা: দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে ১৬৯টি অভিযোগ দায়ের হলেও দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি।
গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মো. নুরুল হুদা এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফত হোসেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ, পাসপোর্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরডিসি, দিনাজপুর শিক্ষা বোর্ড, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, জেলা কারাগার, মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেন। উপস্থিত কর্মকর্তারা কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি অভিযোগগুলো তদন্তের আশ্বাস দেন।
দুদক সূত্র জানায়, গণশুনানিতে মোট ১৬৯টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১২৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও শুনানিতে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. মারুফত হোসেন বলেন, “দিনাজপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও সেবার মান উন্নয়নে কাজ করছে। জনগণের আস্থা ও স্বচ্ছতা বজায় রাখার ফলেই আজ আমাদের দপ্তরের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। এই অর্জন পুরো পুলিশ বাহিনীর সম্মান বাড়িয়েছে।”
দুদকের কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, “গণশুনানির মূল উদ্দেশ্য হলো জনগণের অভিযোগ শোনা ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।













